রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

মেকআপ ছাড়াই সুন্দর দেখানোর উপায় জানালেন জাহ্নবী

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ব্যস্ততার শেষ নেই তার। এক দিনেই যেতে হয় বিভিন্ন অনুষ্ঠানে। এ জন্যই তো চেহারায় সজীবতা ও উজ্জ্বল রাখতে হয় তার। তবে, বেশি মেকআপ করার পক্ষে নন এই অভিনেত্রী।

মেকআপ ছাড়াই কীভাবে সজীবতা ও ত্বকে উজ্জ্বলতা রাখতে হবে সেই বার্তাই দিয়েছেন জাহ্নবী। তিনটি ধাপের কথা বলেছেন তিনি। যেখানে রয়েছে তার প্রয়াত মা বিখ্যাত অভিনেত্রী শ্রীদেবীর পরামর্শের কথাও।

সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউবের খুশ মাগ নামের একটি চ্যানেলে জাহ্নবী ত্বকের যত্নের গোপন খবরের কথা জানিয়েছেন। ওই ভিডিওতে তিনি জানান, ত্বকে ক্লান্তির চাপ এলে তিনি একটি রুটিন ফলো করেন। ক্লান্ত থাকা অবস্থায়ও তাকে কোনো মিটিংয়ে যোগ দিতে হলে তিনি মেকআপ করেন না। এর পরিবর্তে তিনি তিনটি ধাপের একটি রুটিন অনুসরণ করেন। যা তাকে কে সতেজ ও উজ্জ্বল দেখায়।

ত্বকের জন্য জাহ্নবীর নিজের তৈরি স্কিনকেয়ার সিক্রেটে যা আছে-

১. ফ্যাসিয়াল স্টিমিং

নিজেকে সতেজ রাখতে নিজের ত্বকে স্টিমিং করেন জাহ্নবী। এ জন্য প্রথমে তিনি এক গামলা পানি নেন। পরবর্তীতে তোয়ালে দিয়ে সেই গামলার ওপরে নিজের মুখমণ্ডল ঢেকে রাখেন তিন মিনিটের মতো। স্টিমিংয়ের আগে নরমাল পানি দিয়ে নিজের মুখ পরিষ্কার করে নেন শ্রীদেবীকন্যা। এমনটা করতে তিনি কোনো কসমেটিকসের ব্যবহার করেন না।

২. হাইড্রেটিং মাস্ক

এই ধাপের জন্য তিনি কয়েক চামচ দই একটি গামলায় রাখেন। পরে সেই দইয়ে মধু ও মৌসুমি ফল মেশান। এরপর সেই উপাদানগুলো নিজের মুখে মাখেন। এই উপাদানগুলো ত্বকের মরা কোষগুলো তুলে ফেলে বলে দাবি করেন জাহ্নবী। দই, মধু ও ফলের সংমিশ্রণটি তুলে ত্বকে কমলার রস মাখেন তিনি।

৩. আমন্ড অয়েল

নিজের ত্বককে সতেজ রাখতে আমন্ড (কাঠবাদাম) অয়েল ব্যবহারের কথা জানিয়েছেন জাহ্নবী। নিজের চোখের নিচে এই তেল ব্যবহার করেন তিনি।

জাহ্নবী জানান, ঘরে ত্বকের যত্নে তিনি যা যা করেন তার ৫০ শতাংশ তিনি জেনেছেন তার মায়ের থেকে। শ্রীদেবী তাকে দই ও মধুর কথা জানিয়েছেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM