রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

সাইফের আগে টার্গেট ছিলেন শাহরুখ, চাঞ্চল্যকর তথ্য!

বিনোদন ডেস্ক: বলিউডের নবাব খ্যাত সাইফ আলি খানের ওপর ছুরিকাঘাতের হামলার ঘটনায় বৃহস্পতিবার থেকেই চিরুনি অভিযান শুরু করেছে মুম্বাই পুলিশ। একইসঙ্গে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যও দিয়েছে তারা। তদন্তে উঠে এল, সাইফকে হামলার আগে হামলাকারীদের টার্গেট ছিল শাহরুখের বাড়ি মান্নাতও!

পুলিশ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যমের খবর, সাইফকে হামলার আগে শাহরুখের বাড়ি মান্নাতের আশেপাশে আনাগোনা করতে দেখা যায় এক সন্দেহভাজনকে। বাড়ির অন্দরে প্রবেশ না করলেও বাইরের দিকটা দেখে এসেছিল সেই ব্যক্তি; আর এই ঘটনা সাইফের হামলার দুইদিন আগের।

পুলিশের দাবি, মান্নাতের সামনে ঘোরাফেরা করা সেই দুষ্কৃতিকে ছয় থেকে আট ফুটের একটি লোহার মই বেয়ে মান্নাতে প্রবেশের চেষ্টা করে। মান্নাতে ঢোকার জন্য যে মইটি ব্যবহার করা হয়েছিল তা চুরি করে এনেছিল। লোহার ওই মইটি যথেষ্ট ভারী। তাই তা একার পক্ষে বহন করা যথেষ্ট কঠিন কাজ।

পুলিশ জানায়, ওই মইটি বহনের ক্ষেত্রে আরও কেউ দুষ্কৃতিকে সাহায্য করেছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতিরা দলে কমপক্ষে তিনজন ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান তদন্তকারীদের। যদিও শাহরুখের পক্ষ থেকে এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। যদিও পুলিশ এই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে।

সাইফের ওপর হামলার এই ঘটনায় আতঙ্কিত পুরো বি-টাউন। জানা গেছে, বুধবার মধ্যরাতেই নায়কের বাসার ভেতর ঢুকে পড়ে দুষ্কৃতি। ছেলের ঘরের সামনে তাকে দেখেই ঝঁপিয়ে পড়েন সাইফ আলি খান। আর তখনই ধারালো অস্ত্র দিয়ে কোপায় দুষ্কৃতি- প্রাথমিক তদন্তই বলছে এটা।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM