রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

বাইরের উপাচার্য জবিতে এলে গেটে তালা দেয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট: মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে থেকে যোগ্য ও শিক্ষার্থীবান্ধব একজনকে উপাচার্য নিয়োগ দিতে হবে। জবির বাহির থেকে কাউকে ভিসি নিয়োগ দেওয়া হলে বিশ্ববিদ্যালয়ের গেটে তালা লাগিয়ে দেওয়া হবে। এ সময় অতীতে যোগ্যতার দোহাই দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া উপাচার্যরা বিশ্ববিদ্যালয়কে শাসনের নামে শোষণ করেছেন বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

মানববন্ধনে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী বলেন, আমরা বিগত দিনগুলোতে দেখেছি, বাহির থেকে যারা ভিসি হিসেবে এসেছিলেন তারা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে শোষণ করেছে। বাহির থেকে অনেক যোগ্যতাসম্পন্ন ভিসির বিষয় শুনেছি। কিন্তু আমরা তাদের ভিসি হিসেবে চাই না।
নূর নবী আরো বলেন, অতীতে এমন যোগ্যতা সম্পন্ন ভিসিরা এসেও বিভিন্ন দুর্নীতি করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য ও শিক্ষার্থীবান্ধব ভিসি নিয়োগ দিতে হবে। যারা শিক্ষার্থীদের কঠিন সময় শিক্ষার্থীদের দাবিতে সমর্থন জানিয়েছে শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছে তাদেরই ভিসি হিসেবে চাই। বাইরে থেকে ভিসি নিয়োগ দিলে গেটে তালা দেওয়া হবে, আমরা তাকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দিব না। এআরএস

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM