সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

নরসিংদীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষে গুলিতে নিহত ১

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শেখের চরের মেহেরপাড়া এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে আধিপত্য বিস্তার নিয়ে শেখের চরের মেহেরপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গোলাগুলি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত মঞ্জু (২২) মেহেরপাড়া পৌলানপুর এলাকার আব্দুর রশিদের ছেলে।
পুলিশ জানায়, এলাকার ইন্টারনেট ব্যবসায় নিয়ন্ত্রণ ও শেখেরচর কাপড়ের হাটে একটি সরকারি খাস জায়গায় দোকান দখল নেওয়াকে কেন্দ্র করে মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইফতির সঙ্গে মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আকরাম হোসেনের সঙ্গে মনোমালিন্য হয়।
বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার রাতে দুই পক্ষের সালিশ বৈঠকের কথা ছিল। এরই মধ্যে রাত ৯টার দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের গুলিতে মঞ্জু নামে এক ইন্টারনেট ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়।
এসময় আরো দুই জন আহত হয়। পরে মঞ্জুকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার সময় পাঁচদোনা পৌছালে তার মৃত্যু হয়। পরে তার লাশ হাসপাতালে না নিয়ে শেখেরচর বাসষ্ট্যান্ডে নিয়ে যাওয়া হয়। ওই সময় উত্তেজিতরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানচলাচল স্বাভাবিক করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাদবদী থানার ওসি নজরুল ইসলাম বলেন, ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। তবে আরো বিষয় আছে কিনা সেই বিষয়ে খোজ নেওয়া হচ্ছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM