রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

কলকাতায় যেতে না পেরে কান্না পাচ্ছে পরীমণির

বিনোদন ডেস্ক: রাত পোহালেই ওপার বাংলার সিনেমায় অভিষেক ঘটতে যাচ্ছে ঢাকাই চিত্রনায়িকা পরীমণির। শুক্রবার (১৭ জানুয়ারি) মুক্তি পেতে চলেছে দেবরাজ সিনহা পরিচালিত ছবি ‘ফেলুবক্সি’। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমণি।

বলা বাহুল্য, ‘ফেলুবক্সী’ ছবিটি নায়িকা পরীমণির জন্য বিশেষ কিছু। আর কলকাতায় এই ছবির প্রিমিয়ারের মতো এমন গুরুত্বপূর্ণ সময়েও থাকতে পারছেন না নায়িকা। কারণ, ভিসা জটিলতার কারণে দেশ ছাড়তে পারেননি এই ঢালিউড স্টার।

তাই তো সামাজিক মাধ্যমে এসে অনুরাগীদের কাছে নিজের এই আক্ষেপের কথা ভাগ করে নিলেন পরীমণি। জানালেন, কাঁটাতারের ওপারের সহ শিল্পীদেরও খুব ‘মিস’ করছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক পোস্টে পরীমণি লেখেন, ‘আগামীকাল ১৭ জানুয়ারি ২০২৫ এ আমার প্রথম সিনেমা ফেলুবক্সী রিলিজ হবে। আমার কাছে এই প্রথমটা একটু অন্যরকম স্পেশাল। কারণ, এটা আমার কলকাতার প্রথম ছবি।’

পরীমণি উল্লেখ করেন, ‘ছবি রিলিজ তো নিশ্চয়ই অনেক আনন্দের মুহূর্ত। কিন্তু মন খারাপ হচ্ছে ভীষণ রকম। ভিসা টা হলো নাহ! খুব মিস করছি আমার ফেলুবক্সী টিমের সবাই কে। দেব সিনহা, অদিতি বোস, সোহম চক্রবর্তী, মধুমিতা- কান্না পাচ্ছে কিন্তু আমার। ডানা কাটা পরী বলেই আজ উড়ে যেতে পারি না।’

সবশেষ পরী লেখেন, ‘কলকাতা আমি যেতে পারিনি। কিন্তু ফেলুবক্সীর লাবণ্যকে সবাই দেখতে পাবেন আগামীকাল আপনার কাছের সিনেমা হলে। আমি আপনাদের ভালোবাসা পাওয়ার অপেক্ষায় রইলাম। প্রিয় কলকাতা ভালোবাসা নিও।’

এর আগে ‘ফেলুবক্সী’র টিজারে ব্যাপকভাবে দর্শকদের নজর কাড়েন পরীমণি। ট্রেলার দেখেই আঁচ পাওয়া যায়, রহস্যে ঘেরা গল্পে পরীর চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। তিনটি হত্যাকাণ্ড নিয়ে ছবির প্লট। আর প্রতিটি হত্যাকাণ্ডই একটির সঙ্গে আরেকটি সম্পৃক্ত। আর সেই হত্যাকাণ্ডগুলোর পেছনে কি পরীর হাত রয়েছে কী না, তা দেখার অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টা।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM