সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

লামায় ৭ তামাক শ্রমিককে অপহরণ

বান্দরবান: লামা উপজেলার সরই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্গম বমুখাল এলাকা থেকে ৭ তামাক চাষী-শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে।

জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসী বাহিনী হাতে লাঠি নিয়ে তামাকের খামার বাড়িতে আসে। তিনটি খামার বাড়ি থেকে ৭ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতরা হলেন- খামারের মালিক মো. আমিন (৩৫), শ্রমিক মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো. সাকিব (১৪) খামার মালিকের ছেলে, মো. জাবেদ (২৬), আসাদ (১৮) ও মো আবু হানিফ (২১)।

বাগানের মালিক রফিক তার শ্রমিক জাবেদের মোবাইলে যোগাযোগ করলে সন্ত্রাসীরা অপহৃতদের পরিবারের কাছ থেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এসব তথ্য নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহদাৎ হোসেন বলেন, অপহৃত সাতজনকে উদ্ধারের জন্য সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর অভিযান চলছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM