রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

‘এ রকম একটা দিন দেখার জন্য বেঁচে থাকতে হবে জীবনেও ভাবিনি’

বিনোদন ডেস্ক: দাবানলে জ্বলে পুড়ে ছারখার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের বিলাসবহুল শহর লস অ্যাঞ্জেলেস। আর সেই দাবানলের কারণে অগণিত মানুষের মতো আতঙ্কে আছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। কারণ বিয়ের পর থেকে মার্কিন মুল্লুকের লস অ্যাঞ্জেলেসেই বসবাস করছেন এই অভিনেত্রী।

কয়েক কছর ধরে স্বামী জেনে গুডএনাফ ও দুই সন্তান নিয়ে সেখানকার এক বাংলোয় সুখের ঘরকন্না করে যাচ্ছিলেন তিনি। কিন্তু বিধ্বংসী দাবানল এবার ছারখার করে দিল সেই স্বপ্নের নিবাস। ক্ষতিগ্রস্ত হলেও প্রীতি ও তাঁর পরিবারের সদস্যরা এখন সুরক্ষিত।

সেই খবর জানানোর পাশাপাশি অভিনেত্রী তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ভয়াবহ অভিজ্ঞতার কথা। লিখেছেন, ‘এ রকম একটা দিন দেখার জন্য বেঁচে থাকতে হবে জীবনেও ভাবিনি। দাবানলের গ্রাসে আমাদের লস অ্যাঞ্জেলেসের পাড়া-প্রতিবেশী, বন্ধুবান্ধব, পরিজনরা গৃহহারা ও সর্বস্বান্ত হয়ে পড়েছেন। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। আকাশ ধোঁয়াচ্ছন্ন, সর্বত্র ছাই। তুষারপাতের মতো আকাশ-বাতাসে ছাই ভেসে বেড়াচ্ছে। এ রকম পরিস্থিতি চলতে থাকলে বাচ্চা এবং বয়স্কদের জন্য সমস্যা আরও বাড়বে। চারপাশের এ ধ্বংসলীলা দেখে আমি ভেঙে পড়েছি। তবে ঈশ্বরকে ধন্যবাদ, আমরা যে এখনও সুরক্ষিত।’

এই পোস্টের পর প্রীতির সংযোজন, “এই অগ্নিকাণ্ডে বাস্তুচ্যুত এবং সর্বস্ব হারানো মানুষদের জন্য প্রার্থনা করছি প্রতিটা মুহূর্তে। আশা করি, শিগগিরই হাওয়ার দাপট কমে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আসবে। দমকল বিভাগ, অগ্নিনির্বাপক কর্মী এবং যারা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করে চলেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই নিরাপদে থাকুন।’

প্রসঙ্গত, দাবানলের গ্রাস থেকে মুক্তি পাইনি প্যারিস হিলটন, জেমি লি কার্টিস, অ্যান্থনি হপকিনস, ম্যান্ডি মুরেদের মতো হলিউড তারকাদের বাড়িঘর। আগুনের লেলিহান শিখায় জ্বলতে থাকা বাড়িঘরের ছবি শেয়ার করে একাধিক হলিউড তারকা সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM