রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

প্রিন্স মাহমুদের সুরে গাইলেন আনিসা-তাহসান

নিজস্ব প্রতিবেদক: নন্দিত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী-পরিচালক প্রিন্স মাহমুদ। ক্যারিয়ারে অ্যালবামের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও সংগীত পরিচালনা করেছেন। এবার ‘জংলি’ সিনেমার সংগীত পরিচালনা করলেন প্রিন্স মাহমুদ।

‘জংলি’ সিনেমায় ব্যবহার করা হয়েছে ‘জনম জনম’ শিরোনামে একটি গান। এ গানটি দ্বৈতভাবে গেয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা। এ গানের মাধ্যমে প্লেব্যাকে অভিষেক হতে যাচ্ছে তাহসানের। গানটির সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। আগামী ভালোবাসা দিবসে গানটি মুক্তি পাবে।

তাহসান বলেন, “গানের ভুবনে যারা আমার ভীষণ প্রিয়, প্রিন্স মাহমুদ তাদের একজন। তার লেখা ও সুরের ধরন অনেকের চেয়ে আলাদা, যা সহজেই হৃদয় স্পর্শ করে। এর আগে বিভিন্ন অ্যালবামে তার কথা ও সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে। এবার প্লেব্যাকের সুযোগ হলো। আশা করছি, বরাবরের মতো ‘জনম জনম’ গানটিও হৃদয় স্পর্শ করবে শ্রোতা-দর্শকদের।”

‘জনম জনম’ ছাড়াও আরো তিনটি গান সিনেমাটির জন্য তৈরি করছেন প্রিন্স মাহমুদ। এ বিষয়ে তিনি বলেন, “এবারই প্রথম কোনো সিনেমায় সব গানের সুরকার হিসেবে পাওয়া যাবে আমাকে। যদিও ‘জংলি’ সিনেমার আগে আরেকটি সিনেমার সব গান তৈরির দায়িত্ব নিয়েছি। তবে সেই সিনেমাটি মুক্তি পেতে আরো সময় লাগবে। সে হিসেবে ‘জংলি’ প্রথম সিনেমা, যার সব গানের সুর আমার নিজের।”

অন্য গায়কদের প্রশংসা করে প্রিন্স মাহমুদ বলেন, “জংলি’ সিনেমায় যারা প্লেব্যাক করেছেন, তারা সবাই নিজের সেরা গায়কি তুলে ধরার চেষ্টা করেছেন। ফলে দারুণ কিছু গান হয়েছে। আমার বিশ্বাস, সিনেমার গানগুলো ছাপ ফেলবে শ্রোতা-দর্শকদের মনে।”

আশাবাদ ব্যক্ত করে গায়িকা আতিয়া আনিসা বলেন, “কিংবদন্তিতুল্য সুরকার প্রিন্স মাহমুদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। যার কালজয়ী গানগুলো শুনে শুনে বেড়ে উঠেছি, এবার তার সুরেই প্লেব্যাকে সুযোগ পাওয়ায় আমি গর্বিত। আরেকটি ভালো লাগার বিষয় হলো ‘জনম জনম’ গানের সহশিল্পী হিসেবে তাহসান খান এবং মিউজিক অ্যারেঞ্জার হিসেবে ইমরানকে পাওয়া। সব মিলিয়ে এটি ক্যারিয়ারের স্মরণীয় একটি আয়োজন। গানটি অনেকের ভালো লাগবে বলে আশা করছি।”

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM