সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

‘হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, যতদিন চান থাকতে দেওয়া উচিত’

আন্তর্জাতিক ডেস্ক: শেখ হাসিনা যতদিন চান, তত দিন তাকে ভারতে থাকতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক কেন্দ্রীয় মন্ত্রী, কূটনীতিক ও কংগ্রেস নেতা মণি শঙ্কর আইয়ার। গতকাল শনিবার রাতে তিনি এ মন্তব্য করেন।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ১৬তম আপিজয় কলকাতা সাহিত্য উৎসবে যোগ দিয়েছিলেন মণি শঙ্কর আইয়ার। সেখানে অনুষ্ঠানের ফাকে গতকাল রাতে তিনি পিটিআইকে সাক্ষাৎকার দেন।

আইয়ার জানান, তিনি খুশি যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত মাসে ঢাকায় গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, এই আলোচনা অব্যাহত রাখা উচিত ও ভারতের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা।

বাংলাদেশ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবির বিষয়ে তিনি বলেন, শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। আমি মনে করি, আমরা যতদিন প্রয়োজন, এমনকি যদি সেটা তার (শেখ হাসিনা) সারা জীবনের জন্যও হয়, তাকে অতিথি হিসেবে রাখা উচিত।

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে আইয়ার বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলার ঘটনা সত্য হলেও তা অতিরঞ্জিত। অনেক সময় এই সংঘাতগুলো রাজনৈতিক মতভেদের জন্য হয়ে থাকে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট, ছাত্র-জনতার বিশাল আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ৭৭ বছর বয়সী শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে বসবাস করছেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM