সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ইউনিয়ন সভাপতি

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা কমিটির কাউন্সিল নিয়ে বিরোধে দলের প্রতিদ্বন্দ্বী পক্ষের হাতে খুন হয়েছেন এক বিএনপি নেতা। তিনি উপজেলার রাউত ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন।

রোববার বেলা ১১টার দিকে ইউনিয়নের বানাইল বাজারে দলের দুই পক্ষের অন্তত ১০ জন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আবুল হাসান রতন বল্লমের আঘাতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল মিয়া। তিনি জানান, উভয়পক্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন লিটন বলেন, ১৫ জানুয়ারি উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ কথা বলেই তিনি সংযোগটি কেটে দেন। ওই সময় রতন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হচ্ছিল।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানিয়েছেন, জেলা কমিটির পক্ষ থেকে হত্যার তদন্ত করা হবে। তদন্তের ভিত্তিতে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM