রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

আমি বনানীতে আছি. আটকের খবর ভুয়া: নিপুণ

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুণকে ওসমানী বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। ঢাকা-সিলেট হয়ে তিনি যুক্তরাজ্য যাওয়ার পথে আজ শুক্রবার সকালে তাকে জিজ্ঞাসাবাদ শেষে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত দেয় ইমিগ্রেশন পুলিশ।

এ ঘটনার মধ্যেই পুলিশের হাতে আটক হয়েছেন নিপুণ- এমন খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে কথা হয় নিপুণের সঙ্গে। শুক্রবার দুপুরে সমকালকে নিপুণ বলেন, এসব খবর ভুয়া। আমি বনানীর বাসাতেই আছি। আমি তো কোনো অপরাধ করিনি। আটক হবো কেনো।

এদিকেসিলেট ওসমানী আন্তর্জা‌তিক বিমানবন্দরের পরিচালক হা‌ফিজ আহমদ গণমাধ্যমকে বলেন, ‘সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আজ (শুক্রবার) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের এক‌টি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনা‌য়িকা নিপুণ আক্তার। এ সময় এক‌টি গোয়েন্দা সংস্থার আপ‌ত্তিতে তাঁকে আটকে দেওয়া হয়েছে। পরে ইমিগ্রেশন পু‌লিশে‌র কাছে তাকে হস্তান্তর করা হয়।’

সিলেট মহানগর পু‌লিশের উপক‌মিশনার (গণমাধ‌্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, চিত্রনা‌য়িকা নিপুণ আক্তারের নামে সিলেট মহানগর পু‌লিশের কাছে কোনো মামলা নেই। তাকে যুক্তরাজ‌্যগামী ফ্লাইট থেকে অফলোড করা হয়েছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM