রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

আসছে শৈত্যপ্রবাহ, কাঁপবে যেসব জেলা

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বেড়েছে। এ অবস্থায় মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এই সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা গড়ে ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

বৃহস্পতিবার আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, এরই মধ্যে তাপমাত্রা কমতে শুরু করেছে, যা আরো কয়েকদিন অব্যাহত থাকবে।

এদিকে তাপমাত্রা কমার সঙ্গে বাড়ছে কুয়াশা, যার দাপট দেখা যাচ্ছে প্রকৃতিতে। ঘন কুয়াশার কারণের বেশিরভাগ জেলায় দুপুর পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি।

সারাদেশে ফের জেঁকে বসতে শুরু করেছে শীত। প্রায় সব জেলায় লম্বা সময় ধরে ঘন কুয়াশা লক্ষ্য করা গেছে। ঠান্ডা বাতাসের সঙ্গে বেড়েছে শীতের তীব্রতাও। অথচ শৈত্যপ্রবাহ এখনো শুরু হয়নি। তবে এটাকে শৈত্যপ্রবাহের পূর্বলক্ষণ বলা যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান।

তিনি জানান, কয়েকদিন সারা দেশের গড় তাপমাত্রা ধীরে ধীরে আরো কমতে পারে। এরই মধ্যে ঢাকার তাপমাত্রা কমতে শুরু করেছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী ১৪ জানুয়ারির মধ্যে দেশজুড়ে মৃদু থেকে মাঝারি মাত্রার একটি শৈত্যপ্রবাহ বইতে পারে। তবে সেটি বেশিদিন স্থায়ী হবে না। খুব স্বল্প সময়ের জন্য থাকতে পারে। আগামী সপ্তাহের শেষদিকে শীতের তীব্রতা কিছুটা কমে আসবে।

তিনি আরো জানান, জানুয়ারির শেষ ১০ দিনে আরো ১-২টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আসতে পারে। ঐ সময় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গায় শীত বেশি অনুভূত হতে পারে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM