মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

নতুন ব্যবস্থাপনায় সম্প্রচারে ফিরেছে সময় টিভি

নিজস্ব প্রতিবেদক: স্যাটেলাইট সম্প্রচারে ফিরেছে সময় টেলিভিশন। নতুন ব্যবস্থাপনায় সোমবার (২৬ আগস্ট) রাত ১১:৫৯ মিনিট থেকে পুনরায় স্যাটেলাইট সম্প্রচার শুরু হয়েছে।

এর আগে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী, গত ১৯ আগস্ট থেকে সাত দিনের জন্য স্যাটেলাইটে সময় টিভির সম্প্রচার বন্ধ ছিল। সেই বন্ধের সাত দিনের মেয়াদ শেষ হয়েছে সোমবার (২৬ আগস্ট) রাত ১১টা ৫৯টা মিনিটে। এরপরই পুনরায় স্যাটেলাইট সম্প্রচারে ফিরেছে সময় টেলিভিশন।

এ বিষয়ে সময় মিডিয়া লিমিটেডের আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম সাংবাদিকদের জানান, আজ রাত থেকে সময় টিভি সম্প্রচারে আসছে। এতে আইনগত কোনো বাধা নেই। আমরা শুনানিতে আপিল বিভাগে বলেছি, সাত দিনের বেশি সময় টিভি বন্ধ রাখার বিষয়ে আমরা আবেদন করব না।

এদিকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় সময় টিভিকে আরও সামনে এগিয়ে নিতে পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শম্পা রহমান।

আইএফ

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM