মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

কবে নাগাদ শিক্ষার্থীরা সব বই পাবে জানি না: শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীরা কখন চলতি শিক্ষাবর্ষের সব পাঠ্যবই হাতে পাবে, তা জানেন না শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, “আমরা বই ছাপার কার্যক্রম শুরু করেছি দেরিতে। আমাদের বই পরিমার্জন করতে হয়েছে। সিলেবাস, কারিকুলাম নতুন করে করতে হয়েছে। বইয়ের সংখ্যা অনেক বেড়েছে। বিদেশে কোনো বই ছাপানো হচ্ছে না। দেশের সক্ষমতা কত, সেটা এবারই প্রথম দেখা যাচ্ছে। এতে করে তো দেরি হবেই।”

উপদেষ্টা বলেন, “সবগুলো গোডাউন, যেখানে আর্ট পেপারগুলো জমা ছিল, সেগুলো সব উদ্ধার করার পর দেখা গেল, দেশের ভিতর আপাতত কিছু ঘাটতি আছে। আর্ট পেপার নিয়ে বিদেশ থেকে জাহাজ রওনা হয়েছে, শিগগিরই পৌঁছাবে।”

কবে নাগাদ সব শিক্ষার্থী বই পাবে, জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা বলেন, “কবে নাগাদ সবাই সব বই পাবে, এটা আমি জানি না।”

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM