রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

জুলাই বিপ্লব নিয়ে হবে ৮ চলচ্চিত্র

বিনোদন ডেস্ক: জুলাই বিপ্লবের সঠিক তথ্য মানুষকে জানানো এবং ইতিহাস ধরে রাখার উদ্যোগ নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণলয়। এজন্য ‘রিমেম্বারিং মুনসুন রেভ্যুলেশন’ প্রতিপাদ্য নিয়ে আট বিভাগে আটটি চলচ্চিত্র নির্মাণ করা হবে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী।

তিনি বলেছেন, “ফ্যাসিস্টের বিরুদ্ধে ২০২৪-এ যে গণঅভ্যুত্থান হয়েছে এ দেশে, তা যুগে যুগে মানুষের জন্য শিক্ষণীয়। এ ইতিহাস যাতে মুছে না যায়, সেজন্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তা সংরক্ষণ করা হবে। এ বছরের জুন মাসের মধ্যে এই আট চলচ্চিত্রের কাজ শেষ হবে। জুলাই মাসে ফিল্ম ফেস্টিভ্যাল করে এগুলো দেখানো হবে। এসব চলচ্চিত্র নির্মাণের খরচ বহন করবে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।”

উপদেষ্টা জানান, দুই-তিন মাস ধরে প্রখ্যাত চলচ্চিত্র পরিচালকদের ওয়ার্কশপের মধ্যে দিয়ে আট তরুণ চলচ্চিত্র পরিচালককে বাছাই করা হয়েছে। তারা এসব ছবি নির্মাণ করবে।

জুলাই বিপ্লবকে ধারণ করতে আট বিভাগের চলচ্চিত্রকারদের নিয়ে আটটি মাঝারি দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করা হবে। এজন্য নির্বাচিত আট পরিচালককে প্রশিক্ষণ দেওয়া হবে।

তিনি বলেন, “জুলাই বিপ্লবের ইতিহাস যেন মুছে না যায়, এজন্য কাজ করছে সরকার। আন্দোলনের সময়কার ভিডিও কারো কাছে থাকলে তা সংরক্ষণ করা হবে। ডিজিটাল ওরাল হিস্ট্রি হিসেবে শহীদ পরিবারের সদস্যদের বক্তব্য নেওয়া হবে। আহতদের বক্তব্য ধারণ করা হবে। যাতে ভবিষ্যতে কেউ ফ্যাসিস্ট হতে না পারে। এর মাধ্যমে ফ্যাসিস্টবিরোধী দেয়াল নির্মাণ করা হবে।”

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM