সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

রাষ্ট্রদূতের ছেলে পরিচয়ে প্রতারণা, সিলেটে যুবক গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি: সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর ছেলে পরিচয়ে প্রতারণার অভিযোগে ফাহিম আহমেদ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে সিলেট নগরীর রায়নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

গ্রেপ্তার ফাহিম আহমেদ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দেওগাঁওয়ের রফিক মিয়ার ছেলে। তিনি রায়নগরের একটি বাসায় থাকতেন।

পুলিশ জানায়, বিভিন্ন জনের হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলির তদবির ও বিভিন্ন স্কুলে ভর্তিসহ আরো কিছু সরকারি দপ্তরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজলে আনসারীর বড় ছেলে পরিচয়ে তদবিরের চেষ্টা অভিযুক্ত ফাহিম আহমেদ। বিষয়টি জানতে পেরে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীকে অবহিত করেন তার সাবেক সহকর্মী সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী। এ সময় প্রতারক ফাহিমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন মুশফিকুল ফজল আনসারী। এ ঘটনায় সিলেট কতোয়ালি থানায় মামলা করেন সাংবাদিক আবু সুফিয়ান ফারাবী। মামলার পর পুলিশ তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গতকাল শুক্রবার দিবাগত রাতে তাকে সিলেট নগরের রায়নগর থেকে গ্রেপ্তার করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‍“প্রতারণার বিষয়টি জানার পর রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী পুলিশকে অবহিত করেন এবং ফাহিমের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। এরপর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম স্যারের দিক নির্দেশনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।”

তিনি আরো বলেন, “গ্রেপ্তারকৃতের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রতারক ফাহিম বিগত সরকারের সময়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসারের আত্মীয় পরিচয়ে নানা ধরনের প্রতারণা করে আসছিলেন এমন বেশ কিছু তথ্য পুলিশের হাতে এসেছে।”

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM