সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

বিএনপি নেতার বাড়িতে মিলল অস্ত্র ও বোমা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার এক বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া সেনা ক্যাম্প থেকে সংবাদিকদের এতথ্য জানানো হয়েছে। মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সেনা ক্যাম্প থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর এ বুলবুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটারগান, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়। অভিযানের সময় বুলবুল বাড়িতে ছিলেন না। উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও বোমা রাতেই মিরপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বান বলেন, “শুনেছি বিএনপির এক নেতার বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযার চালিয়ে অস্ত্র উদ্ধার করেছে। তিনি যদি অন্যায় কাজের সঙ্গে জড়িত থাকেন, তাহলে দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

মিরপুর থানার ওসি মোমিনুল ইসলাম বলেন, “এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM