রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

অঞ্জনার মৃত্যুতে যা বললেন শাকিব খান

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান অঞ্জনা। মৃত্যুকালে অঞ্জনার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের মানুষ।

ঢালিউড সুপারস্টার শাকিব খান তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘‘অঞ্জনা ম্যাডামের বিদেহী আত্মার শান্তি কামনা করছি . . .’’

উল্লেখ্য, অঞ্জনা ঢালিউড সিনেমা ছাড়াও ৯টি দেশের ১৩টি ভাষার সিনেমাতে অভিনয় করেছেন। আন্তর্জাতিক খ্যাতিমান সম্পন্ন এই নায়িকা অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, একাধিক জাতীয় স্বর্ণপদক ও বাচসাস পুরস্কার । নৃত্যশিল্পী হিসেবেও অঞ্জনা পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অনেক স্বীকৃতি। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM