রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

শান্ততে ভরসা রাখছেন ফারুক

স্পোর্টস ডেস্ক: দুই হাজার চব্বিশ পর্যন্ত জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল নাজমুল হোসেন শান্তকে। বছরের শেষ দিকে এসে শান্ত টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কথা জানান। ওয়ানডে ও টেস্টে দলকে নেতৃত্ব দেবেন সেই সিদ্ধান্ত জানিয়ে দেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে মিলেছে সাড়া।

আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন শান্ত। বিসিবি সভাপতি ফারুক আহমেদ আস্থা রাখছেন শান্তর উপর, “শান্ত তো দলের বাইরে গেছে ইনজুরির জন্য। সে ফিরবে অধিনায়ক হয়েই। ওর মেয়াদ আপনারা বলছেন যে গত বছর পর্যন্ত ছিল। তবে আমরা যা ভেবেছি, ও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক থাকবে। পরেরটি আমরা পরে দেখব। তবে আপাতত সে থাকবে।”

চোটের কারণে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি শান্ত। সেই সফরে টেস্ট ও ওয়ানডে সফরে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ, টি-টোয়েন্টিতে লিটন কুমার দাস। শান্ত চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরেছেন এবারের বিপিএল দিয়ে। দুই ম্যাচ খেললেও ব্যাটে রান নেই তার। এর আগেও রান খরায় ভুগছিলেন তিনি।

বিপিএলের পর বাংলাদেশ দল সরাসরি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেবে। সব আলোচনা তাই বিপিএলের মাঝেই হবে। অধিনায়ক বেছে নেওয়ার কাজটা ফারুক আহমেদদের করতেই হতো।

আপাতত কোনো পরিবর্তন না এনে বিসিবি সভাপতি শান্তকে সময় দিতে চান। তার বিশ্বাস, তার নেতৃত্বে ওয়ানডেতে ভালো কিছু করবে বাংলাদেশ।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM