রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

৭০ হাজার মেট্রিক টন সার আমদানিতে ব্যয় হবে ৪৫৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: কৃষি খাতে ব্যবহারের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ৭০ হাজার মেট্রিক টন সার আমদানির দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এসব সার আমদানিতে মোট ব্যয় হবে ৪৫৪ কোটি ৫৬ লাখ টাকা।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় টেবিলে উপস্থাপিত এ দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। সভায় কমিটির সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মরক্কোর সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনের দাম ৪৪০ মার্কিন ডলার। সে হিসেবে মোট ব্যয় হবে ১৫৮ কোটি ৪০ লাখ টাকা।

অপর এক প্রস্তাবে সৌদি আরবের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টনের দাম ৬১৭ মার্কিন ডলার। সে হিসেবে মোট ব্যয় হবে ২৯৬ কোটি ১৬ লাখ টাকা।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM