রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

জানুয়ারিতেও বাড়ছে না গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক: আবারো অপরিবর্তিত রইল ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ডিসেম্বরের মত জানুয়ারি মাসেও দাম বাড়েনি এলপি গ্যাসের।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) জানুয়ারি মাসের এলপি গ্যাসের মূল্য ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ সন্ধ্যা থেকে এটি কার্যকর হবে। যদিও দাম অপরিবর্তিত থাকায় এটি বলবতই থাকছে, কার্যকর হওয়ার প্রয়োজন হচ্ছে না।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, জানুয়ারি মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ১২ কেজি সিলিন্ডার বিক্রি হবে এক হাজার ৪৫৫ টাকায়।

গত মাসেও ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেনি, বাড়েওনি। নভেম্বর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ছিল এক হাজার ৪৫৫ টাকা। সেই দাম অপরিবর্তিত রেখে মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

এর আগে, নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম অক্টোবর মাসের তুলনায় ১ টাকা কমিয়ে ১ হাজার ৪৫৫ টাকা নির্ধারণ করা হয়। আর গত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাইয়ে বাড়ানো হয়েছিল দাম।

তবে গত জুন, মে ও এপ্রিলে কমানো হয়েছিল দাম। এ ছাড়া গত মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে এলপিজির দাম বাড়িয়েছিল বিইআরসি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM