মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মেজর সিনহার পরিবারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মা নাসিমা আক্তার অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি এ সাক্ষাৎ করেন।

এ সময় তার সঙ্গে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসসহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

তারা বলেন, এতদিনেও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ না হওয়া ও আসামিদের সাজা কার্যকর না হওয়া দুঃখজনক। তবে আশা করছি, দ্রুতই হাইকোর্টে আপিল শুনানি শুরু হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করে হত্যা করা হয়। পরে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এ মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM