রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

রাবিতে প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ দুই উপ-উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এসময় ভেতরে অবস্থান করছেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য। তবে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এখনও বিশ্ববিদ্যালয়ে আসেনি।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টায় সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের মূল ফটকে তালা দেওয়ায় উপ-উপাচার্যদ্বয় ভেতরেই অবস্থান করছে। তারা হলেন, অধ্যাপক ফরিদ উদ্দিন খান (শিক্ষা) এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন (প্রশাসন)।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, আমি যে ভেতরে আটকা পড়ে আছি তেমনটা নয়। আমি আমার অফিসের কার্যক্রমগুলো পরিচালনা করছি। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমি বলব যেকোনো একটি আন্দোলন গণতান্ত্রিক উপায়ে হওয়া উচিত। কারো গণতান্ত্রিক অধিকার খর্ব করে কোনো আন্দোলন করা ঠিক না।

এসময় বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সকল সকল স্ট্রেক হোল্ডারদের সাথে কথা বলে এমন একটা যৌক্তিক সিদ্ধান্ত এসেছিলাম। এই যে ১ শতাংশ কোটায় রাখা হয়েছে সেটা শুধু এ বছরের জন্য। আগামী বছর এটা বাড়ার কোনো সুযোগ নেই। আগামী বছর থেকে এটা সম্পূর্ণরূপে উঠে যেতে পারে। তবে শিক্ষার্থীরা কেন যে আন্দোলন করছে তা আমার বোধগম্য নয়।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের মূল ফটকে পোষ্য কোটা বাতিলের দাবিতে তালা দেন শিক্ষার্থীরা।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM