মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুকের বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক

ডেস্ক রিপোর্ট: সোমবার (২৬ আগস্ট) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের হাই কমিশনার সারাহ কুক। এতে উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় নেতা শ্যামা ওবায়েদ ও তাবিথ আউয়াল।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কত তাড়াতাড়ি আমরা নির্বাচনের দিকে যাচ্ছি সেই আলোচনাও আসছে। আগামী দিনে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের যে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য এবং ব্যবসা-বাণিজ্যের বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আর বাংলাদেশে থেকে ইউকেতে যে টাকা পাচার হয়েছে, আপনারা জানেন, ইউকেতে একটা বড় অংশ পাচার হয়েছে, অনেকের নামও এসেছে। টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা ও সহযোগিতার কথা আলোচনা হয়েছে। ইউকের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার কথা বলা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকে পুরো আন্দোলনে যে হতাহত হয়েছে, বিগত দিনে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের যে সংখ্যা, সেটার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে ১৫-১৬ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন, হত্যা, মিথ্যা মামলা, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে বিচারের বিষয়টাও আলোচনা এসেছে। এআরএস

 

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM