মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

থার্টি ফার্স্ট নাইটে ফানুস-আতশবাজি বন্ধে রিট

নিজস্ব প্রতিবেদক: থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আশরাফুজ্জামান এ রিট দায়ের করেন।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইজিপি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

রিটে বলা হয়েছে, থার্টি ফার্স্ট নাইটের রাতে বিভিন্ন জায়গায় আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। রাত ১০টা থেকে ১টা পর্যন্ত বাসা, ভবন, পার্ক, উন্মুক্ত স্থানসহ সব জায়গায় ১৪৪ ধারা জারি করার নির্দেশনা চাওয়া হয়েছে।

এছাড়া, রিটে সড়ক, পার্ক ও উন্মুক্ত স্থানে রাত ১০টার পর জনসমাগম বন্ধ রাখার পাশাপাশি আতশবাজি-পটকা ও ফানুস বেচাকেনা বন্ধ করার নির্দেশনা চাওয়া হয়েছে। এসব কার্যক্রমে মোবাইল কোর্ট পরিচালনারও প্রস্তাব দেওয়া হয়েছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM