সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো চারজন।

সোমবার (৩০ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণের সিদামা রাজ্যে এ দুর্ঘটনাটি ঘটেছে।

সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, একটি গাড়ি দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে। তবে ঘটনার আর বিশদ বিবরণ তারা দেয়নি।

সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরোর তথ্যানুসারে, বোনা জুরিয়া ওরেদার গেলানা সেতুতে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছে। চারজন আহত যাত্রীকে উদ্ধার করে বোনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য ব্যুরোর শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, একটি গাড়ি আংশিকভাবে পানিতে ডুবে আছে। গাড়িটিকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এবং গাড়িটিকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে।

আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ ইথিওপিয়াতে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। দেশটির রাস্তাগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM