মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

সীমানা নির্ধারণে সংস্কার চাইলেন সিইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করে সংসদীয় আসনে সীমানা পুনর্নির্ধারণে সংস্কার চাইলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

রোববার (২৯ ডিসেম্বর) দুই কমিশনের প্রধান নির্বাচন ভবনে বৈঠক করে সংস্কার নিয়ে আলোচনা করেন।

বৈঠকের বিষয়ে সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, আমাদের সঙ্গে আলোচনা করতে এসেছে যে উনার তো সংস্কার কমিশনের প্রতিবেদন খুব শিগগিরই দিয়ে দেবেন। সেজন্য আমাদের কোনো সুপারিশ বা বক্তব্য আছে কি-না তা জানতে চেয়েছেন। আমরা বিভিন্ন বিষয়ে যা অনুভব করছি সেগুলো জানিয়েছি।

কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত কিছু আছে, ভোটার তালিকা সংক্রান্ত কিছু বিষয় আছে। এছাড়া যেগুলো নির্বাচনের জন্য গুরুত্ব সেগুলো বিষয়ে আমাদের কিছু সুপারিশ থাকবে। উনারা সুপারিশ করুক আর না করুক, আমাদের তা অ্যাড্রেস করতে হবে তা নাহলে আমরা সীমানা পুনর্নির্ধারণ করতে পারছি না। ভোটার তালিকায় যেহেতু যুবকদের আনতে চাই সেহেতু এখানেও কিছু পরিবর্তন আনতে হবে। আমরা তাদের বিষয়গুলো জানতে চাইনি। আমাদের কী প্রয়োজন সেগুলো বলেছি।

রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে এটা কী সম্ভব এবং প্রধান উপদেষ্টাও বলে দিয়েছেন এটা নির্বাচন কমিশনের এখতিয়ার-এমন বিষয় সামনে আনলে সিইসি বলেন, প্রধান উপদেষ্টা মহোদয় তো ঘোষণা দিয়েছেনই যে মিনিমাম সংস্কার করা হলে-এ বছরের শেষের দিকে আর সংস্কার যদি সত্যিকার অর্থ করতে হয় তাহলে পরের বছরের জুন মাস এসে (নির্বাচন) যাবে। আমরা উনার বক্তব্যের আলোকে প্রস্তুতি নিয়ে রাখছি যেটা যখনই হোক না কেন।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, সংস্কার প্রতিবেদন ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে দেওয়ার চেষ্টা করব, তা নাহলে জানুয়ারির তিন তারিখের মধ্যে দিয়ে দেব।

সাক্ষাতের বিষয়ে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সংস্কার কমিশনের প্রধান হিসেবে উনাদের কোনো প্রস্তাব আছে কি-না জানতে চেয়েছি।

কোনো প্রস্তাব দিয়েছে কি – এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন তো স্টেকহোল্ডার। উনাদের কাছে জানতে হবে তো। উনাদের কোনো সুপারিশ আছে কি-না সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে।।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM