রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে বাবর

স্পোর্টস ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না সময়ের অন্যতম সেরা ক্রিকেটার বাবর আজমের। ২০২৩ সালের আগস্টের পর থেকে কোনো ফরম্যাটের ক্রিকেটই সেঞ্চুরি পাননি তিনি। এই সময়ে তিনি ৪৩টি ইনিংস খেলেছেন। অক্টোবরে তো বাদ পড়েছিলেন টেস্ট দল থেকে। এরপ আবার টেস্ট দলের একাদশে সুযোগ পেয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর, ২০২৪) দুপুরে বক্সিংডে টেস্টে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচে মাত্র ৩ রান করতে পারলেই দারুণ এক মাইলফলক স্পর্শ করবেন তিনি। প্রথম কোনো পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্টে ৪০০০, ওয়ানডেতে ৫০০০ ও টি-টোয়েন্টিতে ২০০০ রান করার কৃতিত্ব দেখাবেন।

৫৪.৪৬ গড়ে ৫৫ টেস্টে বর্তমানে বাবরের রান ৩৯৯৭। কিন্তু দুই বছরের অধিক সময় ধরে টেস্ট ক্রিকেটে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেননি তিনি। সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্টে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন। এরপর ১৮ ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি না করেই ৩৬৬ রান করেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM