সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: ট্রাইব্যুনালে পুলিশ সদস্য মুকুল

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর মামলায় গ্রেফতার পুলিশ সদস্য মুকুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মুকুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ট্রাইব্যুনালে আনা হয়।

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে জুলাই আন্দেোলনে দায়ের করা গণহত্যা মামলায় আজ তাকে গ্রেফতার দেখানো হতে পারে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে লাশ পোড়ানোর মামলায় পুলিশ সদস্য (কনস্টেবল) মুকুলকে নবাবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এছাড়া, একই মামলায় উপপরিদর্শক (এসআই) মালেককে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

এর আগে, লাশ পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ঢাকা-১৯ আসনের সাবেক সাংসদ সাইফুল ইসলাম ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM