রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

হেডকে রেখে অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা

স্পোর্টস ডেস্ক: ট্র্যাভিস হেডকে নিয়ে কিছুটা শঙ্কা ছিল। কিন্তু বক্সিংডে টেস্টের আগে তিনি পুরোপুরি ফিট আছেন। তাই তারকা এই ব্যাটসম্যানকে রেখেই বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে টেস্টটি।

ম্যাচের আগে বুধবার সংবাদ সম্মেলনে অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, ‘‘ট্র্যাভিস খেলতে প্রস্তুত। সে খেলবে। সে গতকাল ও আজকে বেশ কিছু জিনিস করেছে। তার কোনো ইনজুরি শঙ্কা নেই। সে পুরোপুরি ফিট হয়েই খেলতে নামবে।’’

চলতি সিরিজে ব্যাট হাতে দারুণ করছেন হেড। ৮১.৮০ গড়ে রান করেছেন ৪০৯টি। দুটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন।

এই টেস্টে অভিষেক হচ্ছে ১৯ বছর বয়সী স্যাম কনস্টাসের। টপ অর্ডারে নাথান ম্যাকসুইনির পরিবর্তে খেলবেন তিনি।

তার প্রশংসা করে কামিন্স বলেছেন, ‘‘সে একজন চমৎকার প্রতিভাবান ক্রিকেটার। আমরা আশা করছি সে ও উসমান আমাদের জন্য দারুণ ভিত্তি গড়ে দিবে উদ্বোধনী জুটিতে।’

এছাড়া একাদশে ফিরেছেন স্কট বোল্যান্ড। ইনজুরিতে পড়া জশ হ্যাজলউডের পরিবর্তে খেলবেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার একাদশে আর কোনো পরিবর্তন নেই।

প্রথম টেস্ট ভারত জেতার পর দ্বিতীয় টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্ট বৃষ্টির কারণে হয় নিষ্প্রাণ ড্র। তাতে পাঁচ ম্যাচ সিরিজে বর্তমানে ১-১ সমতা বিরাজ করছে।

অস্ট্রেলিয়ার একাদশ:
উসমান খাজা, স্যাম কনস্টাস, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও স্কট বোল্যান্ড।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM