সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের পাকতিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে এসব বিমান হামলা চালায় পাকিস্তান।

কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি ধ্বংস হয়ে গেছে, যা চলমান মানবিক সংকটকে আরও বাড়িয়ে তুলেছে।

কাবুলে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তানের এই বিমান হামলার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের দাবি, বোমা হামলায় নারী ও শিশুসহ বেসামরিক মানুষদের লক্ষ্যবস্তু করা হয়েছে। অধিকাংশ হতাহতই ছিল পাকিস্তানের সংঘাতপ্রবণ ওয়াজিরিস্তান এলাকা থেকে আসা শরণার্থী।

সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার জানিয়ে এ হামলার প্রতিশোধ নেওয়ার কথা জানিয়েছে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

যদিও পাকিস্তানি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেনি। তবে সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সীমান্তের কাছে তালেবানদের আস্তানাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ন্যাটো জোটের সেনারা আফগানিস্তান ছাড়লে রাষ্ট্রক্ষমতায় আসে তালেবান। এরপর থেকে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কে টানাপোড়েন বেড়েছে। তালেবানের একটি অংশ পাকিস্তানেও তৎপর। সশস্ত্র এ গোষ্ঠীর নাম তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তানের অভিযোগ, টিটিপিকে আফগানিস্তানে আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে তালেবান।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM