মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

ঢাকায় পৌঁছেছে জাহানাবাদ এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক: প্রথমবারের মতো পদ্মাসেতু হয়ে খুলনা থেকে ঢাকায় পৌঁছেছে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এর আগে সকাল ৬টায় খুলনা রেলস্টেশন থেকে জাহানাবাদ এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

এর মধ্য দিয়ে খুলনা থেকে পদ্মাসেতু হয়ে ঢাকা রুটে দ্রুতগামী ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করলো।

খুলনা থেকে ঢাকা রুটে জাহানাবাদ এক্সপ্রেস যাত্রাবিরতি করবে নওয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন, ও ভাঙ্গা জংশনে। বেলা ১১টায় ঢাকা থেকে ট্রেনটি রূপসী বাংলা এক্সপ্রেস নামে ছেড়ে যশোরের বেনাপোলে পৌঁছাবে দুপুর আড়াইটায়। বেলা ৩টায় ফের এটি বেনাপোল থেকে ছেড়ে ঢাকা পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। রাত আটটায় ট্রেনটি জাহানাবাদ এক্সপ্রেস নামে আবার ঢাকা থেকে যাত্রা করে খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে।

স্বল্প খরচ ও দ্রুত সময়ে এই ট্রেন যাত্রায় খুশি যাত্রীরা। নতুন রুটে দূরত্ব কমে যাওয়ায় এখন যাতায়াতে সময় কম লাগবে।

খুলনা-ঢাকা রুটে ট্রেনের ভাড়া, শোভন চেয়ার ৪৪৫ টাকা, স্নিগ্ধা ৭৪০ টাকা, এসি সিট ৮৮৫ টাকা ও এসি বার্থ ১ হাজার ৩৩০টাকা। ভাড়া একটু কমালে ও ট্রেন সংখ্যা বাড়লে এই রুটে যাত্রা আরো জনপ্রিয়তা পাবে বলে মনে করেন যাত্রীরা।

জাহানাবাদ এক্সপ্রেসের চালক আব্দুল হাকিম বলেন, এই রেল সার্ভিস চালুর ফলে আগের থেকে ২১২ কিলোমিটার দূরুত্ব কমবে। এতে ভ্রমণ সময় অনেকটা কমে যাচ্ছে।

বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, জনগণের কল্যাণে এই রেল সেবা চালু করা হয়েছে। ৬ মাস পর এই রুটে নতুন আরো ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।

সপ্তাহে সোমবার ব্যতীত ছয়দিনই চলবে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন। ১২টি বগি নিয়ে ট্রেনে সিট সংখ্যা রয়েছে ৭৬৮টি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM