মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

শাহবাগে ট্রেইনি চিকিৎসকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছেন পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী প্রজ্ঞাপন জারি না হওয়ায় শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১টার পর থেকে তারা শাহবাগে সড়ক অবেরাধ করেন।

আন্দোলনরত চিকিৎসক সাবিনা নাহার রাইজিংবিডিকে বলেন, “আমরা এখন যে ভাতা পাই তা দিয়ে আমাদের চলা খুব কঠিন। পার্শ্ববর্তী দেশগুলোতে আমাদের পর্যায়ে যে সব ডাক্তাররা রয়েছেন তারা এক থেকে দেড় লাখ টাকা ভাতা পান। কিন্তু আমরা ৫০ হাজার টাকা দাবি করছি। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে আমাদের দাবির যুক্তিযুক্ত কিন্তু অর্থ মন্ত্রণালয়ে আমাদের ফাইল আটকে আছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।”

ঢাকা মেডিকেলের আরেক পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসক হাসান জামিল রাইজিংবিডিকে বলেন, “আমরা এর আগেও আন্দোলন করেছি, তখন আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু বাস্তবায়ন করা হয়নি। আমরা যে ভাতা পাই তাতে কোনোভাবেই চলা সম্ভব না। তাও আবার ছয় মাস অন্তর অন্তর আমাদের ভাতা দেওয়া হয়। এছাড়া, বাইরে কোনো মেডিকেলে আমাদেরকে চেম্বার করতে দেওয়া হয় না। যার ফলে আমরা একেবারে মানবেতর জীবনযাপন করছি। দেশের হাসপাতালগুলোতে সরকারি ডাক্তাররা যেভাবে সেবা দেয় আমরাও সেরকম সেবা দিয়ে থাকি কিন্তু আমাদের প্রতি বৈষম্য করা হচ্ছে। তাই আমরা চাচ্ছি, আমাদের ভাতা ৫০ হাজার টাকা করা হোক।”

শাহবাগে অবরোধের আগে গতকাল শনিবার (২১ ডিসেম্বর) রাতে এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ ডিসেম্বরের মধ্যে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রকাশ করা না হলে, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির নেতৃত্বে আগামী ২২ ডিসেম্বর থেকে সারা বাংলাদেশে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকগণ কর্মবিরতি পালন করবে এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের সঙ্গে বৈষম্য দূর করতে এবং ভাতা বৃদ্ধির যৌক্তিক দাবি এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যে ২২ ডিসেম্বর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM