সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

মুন্সীগঞ্জে পুলিশ সদস্যকে গুলি করে হত্যার চেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ লোকজনের গুলিতে রুহুল আমিন (৩৮) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত ওই পুলিশ সদস্য বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের আধারমানিক গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রুহুল আমিন ওই গ্রামের আব্দুল হকের ছেলে ও কুমিল্লা জেলার চান্দিনা থানায় পুলিশ কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। তার মানসিক সমস্যার কারণে ছুটি নিয়ে গত ৭-৮ মাস ধরে নিজ বাড়িতেই অবস্থান করছেন বলে জানা গেছে।

আহত রুহুল আমিনের বাবা আব্দুল হক বলেন, “শনিবার রাত সাড়ে ১১টার দিকে আমার ছেলে বাড়ির পাশে বসে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের বাসিন্দা চুন্নু, মানিক, তাইফুরসহ অজ্ঞাতনামা আরো ২-৩ জন অস্ত্রসহ এসে আমার ছেলেকে হত্যার উদ্দেশে এলোপাথাড়ি গুলি করে পালিয়ে যায়।”

তিনি আরো বলেন, “গুরুতর অবস্থায় ছেলেকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।”

এ ঘটনায় গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “এ বিষয় থানায় এখনো কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM