রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

খাদানের সাফল্য, দেবের নতুন ঘোষণা

বিনোদন ডেস্ক: অনেকদিন পর অ্যাকশন নির্ভর বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেছেন টলিউড অভিনেতা দেব। এই সিনেমায় দেবের পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। মুক্তির প্রথম দিনেই ইতিহাস গড়েছে খাদান। ভারতে দক্ষিণী রাজ্যগুলোতেই গভীর রাতে সিনেমার প্রথম শো রাখার ট্রেন্ড ছিল। এবার সেই ট্রেন্ডে নাম লিখিয়েছে বাংলা সিনেমা খাদান।

খাদানে দেবের বিপরীতে অভিনয় করেছেন ‘প্রিয়তমা’ খ্যাত নায়িকা ইধিকা পাল। তিনি সিনেমা মুক্তির আগেই বলেছিলেন, ‘‘স্ক্রিপ্ট দেখার পরে একেবারে এক্সসাইটেড হয়ে গিয়েছিলাম। আর মনে হয়েছিল দর্শক যখন দেখবেন তারাও এক্সসাইটেড হবেন।’’

নায়িকার কথাই যেন সত্য হলো। ভারতীয় গণমাধ্যমের তথ্য, মুক্তির প্রথম দিনেই চমক দিয়েছে দেব-এর সিনেমা ‘খাদান’। এই সিনেমার প্রথম শোয়ের আয়োজন করা হয়েছিল বৃহস্পতিবার রাত দুইটায়। অগ্রিম টিকিট বিক্রিতেই নাকি হাউজফুল হয় প্রেক্ষাগৃহ। এই নজির গড়তে সাহায্য করেছে ভারতের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একটি প্রেক্ষাগৃহ।

শুক্রবার, ২০ ডিসেম্বর সন্ধ্যায় দেব খাদান সিনেমার একটি পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দেব জানান প্রথম দিনে ১০০ টির বেশি শো হাউজফুল হয়েছে। এটা রেকর্ড ব্রেকিং যে মুক্তির দিনই খাদানের ১০০ টির বেশি শো হাউজফুল। ধন্যবাদ এই দুর্দান্ত সাড়া দেওয়ার জন্য।

৬ কোটি বাজেটে তৈরি হয়েছে এই সিনেমা। চলতি বছরের মার্চে শুরু হয় খাদান সিনেমার শুটিং। নভেম্বরে শেষ হয়। ডিমেস্বরের ২০ তারিখে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক চাহিদায় রয়েছে সিনেমাটি। একটি ভিডিও বার্তায় দেব জানিয়েছেন, ৬ কোটি বাজেটের সিনেমা সফল হলে পরবর্তীতে ১০ কোটি টাকা বাজেটের বাংলা ছবি বানানোর সাহস পাব। আর এই সাফল্যের গোটা কৃতিত্বটাই আপনাদের সকলের।”

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM