রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

কতটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল মেহজাবীনের সিনেমা?

বিনোদন ডেস্ক: দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেল মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘মালতী’। শুক্রবার (২০ ডিসেম্বর) দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের সিনেমা হলে দেখা যাবে মেহজাবীনকে।

শঙ্খ দাশগুপ্ত পরিচালিত এ সিনেমার নামভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। মালতী রানী দাশ নামে নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্র রূপায়ন করেছেন তিনি। পলাশ কুমার দাশ নামে এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন গল্পের মালতী।

উচ্ছ্বসিত মেহজাবীন চৌধুরী বলেন, “আজ আমার জীবনের অন্যতম বিশেষ দিন। যে দিন সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি একজন অভিনয়শিল্পী হতে চাই, সেই দিন থেকে এই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি। এই মুহূর্তে, আমি আমার জীবনের সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

মেহজাবীনের চরিত্র প্রসঙ্গে পরিচালক শঙ্খ দাশগুপ্ত জানান, সিনেমায় মালতী সংগ্রামী এক নারী। সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয় তাকে। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবনসংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন তিনি।

মেহজাবীন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন- নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজু প্রমুখ।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM