রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

তিন ফরম্যাটে পাকাপাকি দায়িত্বে স্যামি

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ড্যারেন স্যামিকে তিন ফরম্যাটেরই প্রধান কোচ হিসেবে বেছে নেওয়া হয়েছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্বে আগে থেকে ছিলেন তিনি। এবার টেস্টেও দায়িত্ব পেলেন। ২০২৫ সালের পহেলা এপ্রিল টেস্ট কোচ হিসেবে তার যাত্রা শুরু হবে।

সোমবার ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক সংবাদ সম্মেলনে স্যামিকে তিন ফরম্যাটের কোচ হিসেবে নিয়োগ দেওয়ার খবর দেয়। সেন্ট ভিনসেন্টে অনুষ্ঠিত ত্রৈমাসিক সংবাদ সম্মেলনে ডিরেক্টর অফ ক্রিকেট মাইলস বাসকম্বে এ ঘোষণাটি দেন।

৪০ বছর বয়সী স্যামি ২০২৩ সালের মে মাসে ওয়েস্ট ইন্ডিজের সীমিত পরিসরের দলের দায়িত্ব নেন। একই সময়ে আন্দ্রে কোলি টেস্ট দলের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এর আগে তিনি অন্তর্বর্তীকালীন লাল-বলের প্রধান কোচ ছিলেন। জুনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে স্যামির সাদা বলের খেলা শুরু হয়েছিল। সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান কোলি গত বছরের জুলাইয়ে ভারতের বিপক্ষে হোম সিরিজ দিয়ে শুরু করেছিলেন।

স্যামির অধীনে ওয়েস্ট ইন্ডিজ সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিপক্ষে দুইবার ওয়ানডে সিরিজ জিতেছে। কিন্তু তারা বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে উঠতে ব্যর্থ হয়। এজন্য ২০২৩ বিশ্বকাপে খেলতে পারেননি। টি-টোয়েন্টি ভারত, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (দুইবার) সিরিজ জিতেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে যৌথভাবে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জায়গা করে নেয়।

এদিকে টেস্ট দল একটিও সিরিজ জয় জিততে পারেনি। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের সাথে ড্র করলেও তারা ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হেরেছে। তাদের সেরা টেস্ট পারফরম্যান্স ২০২৪ সালের জানুয়ারিতে গাবায় এসেছিল। অস্ট্রেলিয়াকে তারা হারিয়েছিল। ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপে ১১ ম্যাচে মাত্র ২ জয় ওয়েস্ট ইন্ডিজের। ৭ হারের কারণে পয়েন্ট তালিকায় একেবারে নিচের দিকে তাদের স্থান।

স্যামির হাত ধরে ওয়েস্ট ইন্ডিজ তার সোনালি সময় ফিরে পাবে এমনটাই বিশ্বাস করে সমর্থকরা।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM