সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

মানিক মিয়াতে শুরু হয়েছে সার্বজনীন কনসার্ট

নিজস্ব প্রতিবেদ: রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘সার্বজনীন কনসার্ট’ শুরু হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে এই কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় এই গানের মাধ্যমে এই কনসার্ট শুরু হয়।

এদিকে কনসার্টে গান উপভোগ করতে সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে শুরু করে দর্শক-শ্রোতারা। দুপুর হতে না হতেই হাজারো মানুষের ভিড় দেখা যায়। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় কনসার্ট নিয়ে।

এদিকে আয়োজকরা জানিয়েছেন, জেমসসহ দেশের খ্যাতিমান শিল্পীরা ‘সার্বজনীন কনসার্টে’ তাদের গান পরিবেশন করবেন। উল্লেখযোগ্য শিল্পীদের মধ্যে থাকবেন সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।

এছাড়া নগরবাউল, ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাস-এর মতো ব্যান্ড দলও শ্রোতাদের মন মাতাবেন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM