বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

কারো তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করিনি: রব

সাভার (ঢাকা) প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, আমরা কারো তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করিনি। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আব্দুর রব বলেন, ‘‘বাংলাদেশের বিজয় হয় নাই এখনো। যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে, সেদিনই হবে বিজয়। আর এই মুহূর্তে দরকার সংস্কার।’’

‘‘কৃষক-শ্রমিক-জনতা এরা যে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করল- চাকরির জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য; এইটা যদি কার্যকরী হয়, ভাত-কাপড়ের জন্য কেউ মরবে না, বিনা চিকিৎসায় কেউ থাকবে না।’’ – যোগ করেন তিনি।

সংস্কার আগে নাকি নির্বাচন, এই প্রশ্নের জবাবে জেএসডি সভাপতি বলেন, “আবু সাঈদ কি জীবন দিছে নির্বাচনের জন্য? সংস্কার আগে চাই। নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এদেশের মানুষ সংস্কার চায়।’’

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM