সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

হারতে হারতে রিয়ালকে সুযোগ করে দিল বার্সা

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগে ছয় ম্যাচের পাঁচটিতে জেতা বার্সেলোনা লা লিগায় এসে খেই হারিয়ে ফেলেছে। শেষ ছয় ম্যাচে তাদের জয় মাত্র ১টিতে।

সর্বশেষ ঘরের মাঠে লেগানেসের কাছে ১-০ গোলে হেরে গেছে তারা। বার্সার এই হারে শিরোপার লড়াইয়ে ফেরার সুযোগ পেয়ে গেল রিয়াল মাদ্রিদ।
শুরুতেই লেগানেস অধিনায়ক সের্হিও গনজালেসের করা একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। বাকি সময় চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি কাতালান জায়ান্টরা। এ নিয়ে ঘরের মাটিতে টানা দ্বিতীয় লিগ ম্যাচ হারলো বার্সা। অন্যদিকে লেগানেসের জন্য এই জয় ঐতিহাসিক। এটি ছিল বার্সেলোনার মাঠে তাদের প্রথম জয়।

ম্যাচের চতুর্থ মিনিটেই কর্নার থেকে লেগানেসের অধিনায়ক গনজালেস হেডে গোল করে এগিয়ে দেন দলকে। সমতায় ফিরতে মরিয়া চেষ্টা চালিয়েও আর সফল হতে পারেনি বার্সা। যদিও পুরো ম্যাচে ৮০ শতাংশ বলের দখল রেখেছিল তারাই। শট নিয়েছিল ২০টি, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। কিন্তু লক্ষ্যে থাকা সব শট লেগানেসের গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন।

এই হারের পরও ৩৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। সমান পয়েন্ট থাকা আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সা আগামী শনিবার খেলবে। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের জন্য বার্সার প্রতিটি হার এখন উপহারের মতো। কারণ পয়েন্টের ব্যবধান ক্রমেই কমে আসছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM