বুধবার | ১৪ জানুয়ারি, ২০২৬ | ৩০ পৌষ, ১৪৩২

শহীদ মিনারে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা, মুখে বিজয়ের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক: বিজয় দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা জড়ো হচ্ছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে শহীদ মিনারে উচ্ছ্বসিত জনতার ভিড় দেখা গেছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী থেকে মাদ্রাসা ছাত্র, নবদম্পতিসহ নানা স্তরের মানুষ আসছেন দলবেঁধে। কেউ কেউ পরিবার নিয়ে এসেছেন বিজয় র‍্যালিতে যোগ দিতে।

সরেজমিনে দেখা যায়, শহীদ মিনারে অবস্থান নিয়ে একদল বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ‘তোমার দেশ, আমার দেশ; বাংলাদেশ, বাংলাদেশ’ ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, দিল্লি না ঢাকা; ঢাকা, ঢাকা’সহ নানা স্লোগানে সরগরম হয়ে উঠেছে শহীদ মিনার প্রাঙ্গণ।

বিজয় দিবস উপলক্ষে অনেকেই পরেছেন লাল-সবুজ রঙের পোশাক। কেউ কেউ গালে একেঁছেন বাংলাদেশের পতাকা। কেউ বেঁধেছেন মাথায়।

অনেকেই এসেছেন শিশুদের সাথে নিয়ে। তাদের মাথায় ফুল। গালে বাংলাদেশের পতাকা আঁকা। হাসি-আনন্দে উচ্ছ্বসিত সবাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে র্যালীটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হবে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM