সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

সিলেটে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

সিলেট প্রতিনিধি: সিলেটে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লালারগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের আনজব উল্লাহার ছেলে রুহুল আমিন (২৬) ও ভবানিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল মুকিত (৪০)। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘‘সিলেট নগরীর কিন ব্রিজের সামনে থেকে পাঁচ যাত্রী অটোরিকশাযোগে সুনামগঞ্জের জগন্নাথপুর যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM