রবিবার | ১১ জানুয়ারি, ২০২৬ | ২৭ পৌষ, ১৪৩২

আজও ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

নিউজ ডেস্ক: গত শুক্র-শনিবার (১৩ ও ১৪ ডিসেম্বর) ছিল সাপ্তাহিক ছুটির দিন। আগামীকাল সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের ছুটি।

ফাঁকে একদিন রোববার (১৫ ডিসেম্বর) ছুটি নিয়ে অনেক কর্মজীবীই ঢাকা থেকে বেড়াতে গ্রামে বা অন্যত্র চলে গেছেন। যানবাহন ও জনচলাচল তুলনামূলক কম থাকলেও বায়ুদূষণে আজও পিছিয়ে রইলো না ঢাকা। এদিন বিশ্বের শহরগুলোর মধ্যে বায়ুদূষণে তৃতীয় স্থান নিয়েছে রাজধানী।

সকাল সাড়ে ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সূচক অনুসারে, ওই সময় ২৮৫ স্কোর (একিউআই) নিয়ে ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছায়।
বায়ুদূষণে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে কুয়েত সিটি ও লাহোর। কুয়েতের রাজধানীর বায়ুর মানের স্কোর হচ্ছে ৪৮৫ অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। আর পাকিস্তানের লাহোর শহরের বাতাসের মানের স্কোর হচ্ছে ৩১০। অর্থাৎ এই শহরের বাতাস ‘ঝুঁকিপূর্ণ’।

এ ছাড়া বায়ুদূষণে চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে ভারতের রাজধানী দিল্লি (স্কোর ২৪৫) ও মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটর (২২২)

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। তবে তা ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM