সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

বাংলাদেশ সিরিজে উইন্ডিজ দলে আরেক পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আরেক ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ। এবার চোটের কারণে ছিটকে গেছেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় এভিন লুইস। অভিজ্ঞ এই ওপেনারের জায়গায় দলে ফিরেছেন আন্দ্রে ফ্লেচার।

ফ্লেচার জাতীয় দলের হয়ে সবশেষ খেলেছিলেন গত অক্টোবরে শ্রীলঙ্কা সফরে। সেই সিরিজে এক ম্যাচেই সুযোগ পেয়েছিলেন। ভালো করতে না পারায় বাদ পড়েন। আউট হয়েছিলেন মাত্র ৪ রান করে। এরপর আর দলে ফিরতে পারেননি।

লুইস চোটের পড়েন বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে। যে কারণে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি। টি-টোয়েন্টিতে তিনি থাকবেন বলে আশা করা হচ্ছিল। তবে গোটা সিরিজের জন্যই ছিটকে গেলেন।

ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ৩-০ ব্যবধানের জয়ের পর এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সেন্ট ভিনসেন্টের সিরিজের প্রথম ম্যাচ শুরু সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায়।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM