সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

ফিফা র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো নারীদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। দারুণ পারফরম্যান্সের বদৌলতে ফিফা র‌্যাংকিংয়ে এসেছে উন্নতি। সাত ধাপ এগিয়ে এখন ১৩২ নম্বরে উঠে এসেছে সাবিনা খাতুনের দল।

শুক্রবার (১৩ ডিসেম্বর) চলতি বছরে নারী ফুটবলের সর্বশেষ হালনাগাদকৃত নতুন র‌্যাংকিংয়ে প্রকাশ করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার তালিকা অনুযায়ী সাফ চ্যাম্পিয়ন বাঘিনীরা ১৩৯তম স্থান থেকে লাফিয়ে সাত ধাপ উপরে উঠেছে। বর্তমানে লাল-সবুজের দলের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫।

ফিফা উইন্ডোতে পর্যাপ্ত ম্যাচ না খেলায় দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে তৃতীয় স্থানে বাংলাদেশ। এশিয়ার ৪০ দলের মধ্যে বাঘিনীদের অবস্থান ২৬তম। তাদের উপরে থাকা ভারত এক ধাপ নেমে ৬৯তম অবস্থানে রয়েছে। সাফের রানার্সআপ নেপালে চার ধাপ নেমে ১০৩ নম্বরে আছে।

প্রায় চার মাস পর নারীদের ফুটবল র‌্যাংকিং প্রকাশ করেছে ফিফা, যাতে স্থান পেয়েছে ১৯৫টি দেশ। শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। এক ধাপ করে এগিয়ে যথাক্রমে ২ এবং ৩ নম্বরে উঠেছে স্পেন ও জার্মানি। দুই ধাপ পিছিয়ে ৪ নম্বরে নেমে গেছে ইংল্যান্ড।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM