সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

আল্লু অর্জুন গ্রেপ্তার

বিনোদন ডেস্ক: গ্রেপ্তার করা হয়েছে তেলেগু সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে। শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দরাবাদের জুবিলি হিলসে অবস্থিত আল্লু অর্জুনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে চিকড়পল্লী থানা পুলিশ। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

গত ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদের সন্ধ্যা সিনেমা হলে ‘পুষ্পা টু’ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে আল্লু অর্জুন উপস্থিত থাকার খবর ছড়িয়ে পড়ে। ফলে উপচে পড়েন তার ভক্তরা। শত শত দর্শক ভিড় করলে ভেঙে পড়ে সিনেমা হলের প্রধান ফটক।

এতে অনেক মানুষ পদদলিত হন; জ্ঞান হারান ৩৯ বছরের রেবতি ও তার কিশোর পুত্র। দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হলে রেবতিকে মৃত ঘোষণা করেন। শিশুটি চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় হায়দরাবাদের চিকড়পল্লী থানায় আল্লু অর্জুন, তার নিরাপত্তারক্ষী এবং সন্ধ্যা সিনেমা হলের মালিকের বিরুদ্ধে সেকশন ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা করে রেবতীর পরিবার। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে আল্লু অর্জুনকে।

রেবতির পরিবারের অভিযোগ, আল্লু অর্জুনের আগমনের কোনো আগাম খবর দেওয়া হয়নি। প্রেক্ষাগৃহের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

রেবতির মৃত্যুর পর আল্লু অর্জুন তার সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছিলেন। ‘পুষ্পা টু’ সিনেমার নায়িকা রাশমিকা মান্দানাও রেবতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছিলেন। আল্লু অর্জুন রেবতির পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক সাহায্য প্রদানের ঘোষণাও দিয়েছেন। কিন্তু রেবতির মৃত্যুর ৯ দিন দিনের মাথায় গ্রেপ্তার হলেন আল্লু অর্জুন।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM