সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

৯৯ শতাংশ বিবাহবিচ্ছেদের জন্য পুরুষ দায়ী: কঙ্গনা

বিনোদন ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের ৩৪ বছরের অতুল সুভাষ আত্মহত্যা করেছেন। ২৪ পৃষ্ঠার সুইসাইড নোটে অতুল দাবি করেছেন— স্ত্রী ও তার পরিবারের হাতে হেনস্তার শিকার হয়ে এমন পদক্ষেপ নিয়েছেন তিনি।

অতুল সুভাষের বিষয়টি নিয়ে চর্চা চলছে নেট দুনিয়ায়। মুখ খুলেছেন বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রাণৌত। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই’র সঙ্গে কথা বলতে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

কঙ্গনা রাণৌত বলেন, “পুরো দেশই হতবাক। তার ভিডিওটি হৃদয়বিদারক। মিথ্যা নারীবাদ নিন্দনীয়। কোটি কোটি রুপি চাঁদাবাজি করা হয়। ৯৯ শতাংশ বিয়ে ভাঙার জন্য দায়ী পুরুষ। এজন্য এই ধরনের ঘটনা ঘটে।”

আইনের অপব্যবহার করে মিথ্যা নারীবাদকে হাতিয়ার করে যে সব নারী তার স্বামীর কাছ থেকে অর্থ হাতানোর চেষ্টা করেন, তাদেরও কড়া সমালোচনা করেন এই অভিনেত্রী। তবে ৯৯ শতাংশ বিবাহবিচ্ছেদের জন্য পুরুষকে দায়ী করায় বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েছেন এই অভিনেত্রী।

নেটিজেনদের কেউ কেউ দাবি করেন, “এমন মানুষের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়াই উচিত নয়। উনি নিজেই একজন শোষণকারী। উনার নিজের বলা ৯৯.৯৯ শতাংশ কথাই মিথ্যা।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় এটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি।

‘ইমার্জেন্সি’ ও নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন তিনি। নানা জটিলতার পর সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছেন এই অভিনেত্রী। আগামী বছরের ১৭ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এটি।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM