সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

বিএনপির লংমার্চ: আখাউড়া সীমান্তে নিরাপত্তা জোরদার ভারতের

আগরতলা (ত্রিপুরা): ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আজ বুধবার (১১ ডিসেম্বর) আগরতলা অভিমুখে লংমার্চ করবে বিএনপির তিন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের এই কর্মসূচিকে হালকাভাবে নিচ্ছে না ভারত ও ত্রিপুরা রাজ্য সরকার।

এর প্রেক্ষিতে আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট ও ত্রিপুরা রাজ্যের গোটা সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারি করেছে ভারত সরকার। এদিন সকাল থেকেই রাজধানী আগরতলার পার্শ্ববর্তী আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে বিশেষ তৎপরতা লক্ষ্য করা যায়।

আখাউড়া সীমান্তে বিএসএফের পাশাপাশি টিএসআর বাহিনী এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রায়ট কন্ট্রোল ভ্যান, জলকামান, টিআর গ্যাস শেল পর্যাপ্ত সংখ্যায় মজুদ করা হয়েছে।

পশ্চিম জেলার পুলিশ সুপার ড. কিরণ কুমারকে নিজে আখাউড়া চেকপোস্টের বাইরে দাঁড়িয়ে এই বাড়তি নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করতে দেখা গেছে।

এ বিষয়ে পুলিশ সুপার ড. কিরণ কুমার সংবাদ মাধ্যমকে জানান, উত্তেজনাকর পরিস্থিতির কথা চিন্তা করে গত এক সপ্তাহ ধরে আখাউড়াসহ রাজ্যের সীমান্ত এলাকায় বিএসএফের সংখ্যা বাড়ানো হয়েছে এবং পুলিশ বাহিনীও টহলে রয়েছে। গোয়েন্দা বাহিনীকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

যেকোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা সংশ্লিষ্ট সব বাহিনী প্রস্তুত বলে জানান তিনি।

এদিকে নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা হলেও আখাউড়া সীমান্ত দিয়ে যাত্রী পারাপার অব্যাহত রয়েছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM