মঙ্গলবার | ১৩ জানুয়ারি, ২০২৬ | ২৯ পৌষ, ১৪৩২

সমুদ্রপাড়ে চ্যাম্পিয়নস ট্রফি, পুলিশ-গণমাধ্যমকর্মী ছাড়া কেউ নেই

জেলা প্রতিনিধি, কক্সবাজার: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি প্রদর্শনীর জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে নেওয়া হয়েছে। আজ (বুধবার) সকাল ১০টা থেকে প্রদর্শনের কথা থাকলেও সর্বসাধারণের জন্য প্রদর্শনী শুরু হয়েছে ১১টার পর।

পূর্ব নির্ধারিত সূচি অনুসারে, ফটোসেশনের জন্য লাবনী পয়েন্টে আনা হয় চ্যাম্পিয়নস ট্রফি। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রফি দেখতে তেমন ভিড় দেখা যায়নি। অনেকেরই অভিযোগ, ট্রফির প্রদর্শনীর প্রচারণা করা হয়নি।

কায়সার নামের এক পর্যটক বলেন, এটি দেখে প্রথমে কনসার্ট মনে করেছিলাম। কিন্তু এখানে এসে জানতে পারলাম আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি ফটোসেশনের জন্য আনা হয়েছে। সাংবাদিক ও পুলিশ ছাড়াতো কেউ নেই।

স্থানীয় বাসিন্দা মঈনুল হোসেন বলেন, এত বড় একটা ট্রফি প্রদর্শনী হচ্ছে অথচ তেমন কোনো আয়োজন নেই। এর চেয়ে পাড়ার খেলায় বেশি আয়োজন হয়।

সরজমিনে গিয়ে দেখা যায়, পূর্ব নির্ধারিত সূচি অনুসারে, ফটোসেশনের জন্য লাবনী পয়েন্ট আনার কথা থাকলেও সাড়ে ১০টায়ও মঞ্চ তৈরি করা হয়নি। সবার সামনেই হাত দিয়ে মঞ্চ রঙ করানোর চিত্রও দেখা গেছে।

বিসিবি সূত্রে জানা যায়, আজ কক্সবাজারের লাবণী পয়েন্ট সৈকতে (সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মির সামনে) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ট্রফির প্রদর্শনী। এদিনই সন্ধ্যা নাগাদ ট্রফিটি ঢাকায় ফিরিয়ে আনা হবে।

এর আগে গতকাল সন্ধ্যায় কক্সবাজারে পৌঁছায় চ্যাম্পিয়ন ট্রফি। এই বিষয়ে কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ামিন হোসেন বলেন, জেলা প্রশাসকের পক্ষ থেকে কোনো আয়োজনের উদ্যোগ নেওয়া হয়নি। পুরো বিষয়টি বিসিবি দেখছে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM