সোমবার | ১২ জানুয়ারি, ২০২৬ | ২৮ পৌষ, ১৪৩২

পর্দা উঠল এনসিএল টি-টোয়েন্টির

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ক্রিকেটে বিশ ওভারের সংস্করণের আসর খুব একটা দেখা যায় না। এবার সেই ধারার অবসান ঘটাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টিতে আরো উন্নতির লক্ষ্যে তারা আয়োজন করেছে এনসিএল টি-টোয়েন্টির। যা আজ মাঠ গড়িয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে ঢাকা ও সিলেট। এরপর বেলা ১টা ৩০ মিনিটে মাঠে নামবে রংপুর-চট্টগ্রাম। স্টেডিয়ামের আউটারে খেলছে ঢাকা মেট্রো-বরিশাল ও বেলা ১টায় একই মাঠে মুখোমুখি হবে খুলনা-রাজশাহী ।

এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসর জাঁকজমকপূর্ণভাবেই আয়োজন হচ্ছে। এই আসরের লোগো উন্মোচন ও ঘোষণা, ট্রফি উন্মোচন, ৮ দলের অধিনায়কদের নিয়ে ফটোসেশন ও জার্সি উন্মোচন বেশ ঘটা করেই আয়োজন করা হয়েছে। বিসিবি) সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে এই আসরটিকে বেশ গুরুত্ব দিয়ে মাঠে গড়ানোর।

ক্রিকেটারদের সামনে দারুণ সুযোগ আসন্ন বিপিএলের জন্য নিজেদের প্রস্তুত করার। বিপিএল প্রস্তুতির পাশাপাশি শুধু দেশী ক্রিকেটারদের নিয়েই এনসিএল টি২০ আয়োজিত হওয়ার কারণে এটি দারুণ প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। এই ফরম্যাটে খেলবেন সয় যুব এশিয়া কাপ জয়ী তারকা আজিজুল হক তামিম ও ইকবাল হোসেন ইমন।

এই আসর দিয়েই দীর্ঘদিন পর মাঠে নামবেন তামিম ইকবাল। প্রায় ৭ মাসেরও বেশি সময় পর ক্রিকেটে ফিরছেন বাঁহাতি ওপেনার। তিনি চট্টগ্রামের হয়ে খেলবেন আজ রংপুরের বিপক্ষে। তবে দলের নেতৃত্বে থাকবেন ইয়াসির আলী রাব্বি।

১১ ডিসেম্বর শুরু হওয়া এই আসর মাসব্যাপী চলার পর ২৩ ডিসেম্বর ফাইনালের মধ্যে দিয়ে শেষ হবে।

© 2026 republicdhaka.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM